Friday, April 18, 2014

বাংলাদেশে তৈরি এমন এক গাড়ী যা পুরা পৃথিবীকে অবাক করে দিবে

বাংলাদেশে তৈরি এমন এক গাড়ী যা পুরা পৃথিবীকে অবাক করে দিবে। আমরা বাঙালীরা কি না পারি। সঠিক পৃষ্টপোষকতা পেলে হয়তো একদিন এই গাড়ী আমাদেরকে বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াবার সুযোগ করে দিবে।

ইউনিটঃ ইলেক্ট্রিক কার
উদ্ভাবকঃ আমির হোসেন
যাত্রী সংখ্যাঃ ৫ জন (ড্রাইভার সহ)
গাড়ির ইঞ্জিনঃ নাই (ইলেকট্রিক টারবাইন সিস্টেম)
চার্জিং সিস্টেমঃ ডায়নামো চার্জিং (এক্সট্রা চার্জিং এর প্রয়োজন নাই)
খরচঃ ৭ টাকা দিয়ে ঢাকা থেকে বগুড়া যাতায়াত (উদ্ভাবক কর্তৃক দেয় তথ্য)

সরকার অনুমোদন দিলে বাংলাদেশের জন্য অনেক ভাল হবে।

No comments:

Post a Comment